নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ২৮,মার্চ :: গত ২১ মার্চ রাতে কোচবিহার রাজ আমল থেকে চলে আসা পুরাতন পোস্ট অফিস পাড়ার নাম সংকীর্তন বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ।
এই ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার জেলা শাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজন করল অষ্টপ্রহর নাম সংকীর্তন সমন্বয় সমিতি পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার । এদিন পুরাতন পোস্ট অফিস পাড়া ময়দান থেকে জমায়েত করে মিছিল বের করেন তারা ।
মিছিল কোচবিহার শহরের বিভিন্ন পথ ধরে জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছায় । সেখানেই তাদের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হবে ।