কোচবিহার রাজ পরম্পরা ঐতিহ্য মেনে সবার প্রথম ৫০০ বছরের পুরানো মহারাজাদের শুরু করা বড় দেবীর প্রতিমা নিরঞ্জন হল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ১৪,অক্টোবর :: কোচবিহার রাজ পরম্পরা ঐতিহ্য মেনে সবার প্রথম ৫০০ বছরের পুরানো মহারাজাদের শুরু করা বড় দেবীর প্রতিমা নিরঞ্জন হল। সকাল থেকে বড় দেবী মন্দিরে প্রচুর মহিলা থেকে শুরু অন্যান্যরা উপস্থিত হয় ।

বিশেষ পূজা ও অঞ্জলীর পরে বড় দেবীর মন্দিরের গেট খুলে দেওয়া হয় । মহিলারা মাকে সিঁদুর দেওয়ার পাশপাশি । বড়দেবী মন্দির প্রাঙ্গণে সিঁদুর খেলায় মেতে ওঠে সকলেই । রাজ আমলের নিয়ম মেনে বড় দেবীর বিসর্জন হয় প্রতিবছর কোচবিহারের যমুনা দিঘিতে ( লম্বা দিঘি ) ।

এই পূজায় শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে বলি প্রথা।সেই মত বড়দেবী বিসর্জনের আগে যমুনা দীঘি পারে শুয়োর ও পায়রা বলি দেওয়া হয় । এরপর বড় দেবীর একেবারেই আলাদা ও আকারে অনেকটাই বড় তাই স্থানীয় ও দেবত্র ট্রাস্ট বোর্ডের সদস্যরা স্থানীয় সাধারণ মানুষ মিলে বড় দেবীকে ছোট ছোট করে কেটে নিয়ে যমুনা দীঘিতে বিসর্জন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 1 =