নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ১,নভেম্বর :: কোচবিহার শহরে বাড়ি বাড়ি গ্যাসের পাইপ লাইন বসানোর কাজের সূচনা হল । বুধবার কোচবিহার পুরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের উপস্থিতিতে তার বাড়ির সামনে থেকে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কাজের সূচনা করা হয়। এদিন অনুষ্ঠানে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি যে সংস্থা কাজ করছে তাদের আধিকারিকেরা ওই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন ,বাড়ি বাড়ি পাইপ লাইনের মধ্য দিয়ে গ্যাস পৌঁছে গেলে মানুষের অনেকটাই সুবিধা হবে। মানুষকে অনেক সময় গোডাউনে গিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে হয়। পাইপ লাইন এর মধ্য দিয়ে গ্যাস লাইন পরিষেবা চালু হলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে।
এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে রান্নার কাজ থেকে থেকে শুরু করে নানা বিষয়ে গ্যাসের দরকার হয়। এবার ওই সমস্ত কাজ এই গ্যাস লাইন চালু হবার ফলে মানুষের অনেক সুবিধা হবে। অনেক সস্তায় মানুষ ন্যাচারাল গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে পেয়ে যাবেন। জানা গেছে, আগামী এক বছরের মধ্যে কোচবিহারের ১০ হাজার বাড়িতে এই সংযোগ দেওয়া হবে। পাঁচটি ধাপে এই গ্যাসের লাইন দেওয়ার কাজ হবে।