নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ৪,এপ্রিল :: কেন্দ্র ও রাজ্য সরকার নীতির প্রতিবাদে কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরের সামনে এসইউসিআই র আইন অমান্য কে ঘিরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় ।
ন্যায্য মূল্য থেকে শুরু করে অভয়ার ন্যায্য বিচার, ফাঁসির ঘাটের সেতু, ওষুধের মূল্য বৃদ্ধি , একেবারে এত জন চাকরি চলে যাওয়া সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এদিন তাদের এই আন্দোলন। কোচবিহার শহরের ব্রাহ্ম মন্দির সংলগ্ন এলাকা থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ ধরে তারা সদর মহাকুমা শাসক দপ্তরের সামনে আসে।
সেখানে পুলিশে বেরিকেড ভেঙে আন্দোলনকারীরা সদর মহাকুমা শাসকের দপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা করে সেই সময় পুলিশ তাদের বাধা দেয় । যা নিয়ে পুলিশের সাথে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় । পরবর্তীতে পুলিশ তাদের আটক করে ।