নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: কোটি কোটি টাকা সাইবার অপরাধ এক তরুণীকে আটক করল পাঁশকুড়া থানার পুলিশ । দমদম বিমানবন্দরের কাছে দু’নম্বর মতিলাল কলোনি নিরুপম চ্যাটার্জী নামে
এক পুলিশ অফিসারের বাড়ি ভাড়া নিয়ে সাইবার প্রতারণার কাজ চালাতো ওই তরুণী ।মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ এবং সাইবার ক্রাইম ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ অভিযান চালায় ওই বাড়িতে ।