নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দেগঙ্গা :: শুক্রবার ২৪,নভেম্বর :: উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসুদেবপুর এলাকায় আন্তর্জাতিক তক্ষক পাচারকারী দশ জনকে গ্রেফতার করল দেগঙ্গা থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার একটি পূর্ন বয়স্ক তক্ষক। উদ্ধার সত্তর হাজার টাকাও একটি চারচাকা গাড়ি।
