নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৬,জুলাই :: কোথাও স্কুলের ক্যাম্পাস জলমগ্ন,তো কোথাও রাস্তায় হাঁটু জল কোথাও আবার রাস্তার অস্তিত্বই নেই।
প্রতিবছরের মত এবছর বর্ষার শুরুতেই এই চেনা ছবি মালদহের পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। যার ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসী থেকে শুরু করে এলাকার পড়ুয়ারা।আন্দোলন হয়নি এমনটা নয়, রাস্তা অবরোধ, পঞ্চায়েত দপ্তর ঘেরাও এমনকি ব্লক দপ্তর ঘেরাও পর্যন্ত হয়েছে। কিন্তু সমস্যার সমাধান এখনো হয়নি।
সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের শিব মন্দির থেকে নাগেশ্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল। অথচ এই রাস্তা দিয়েই দুই দুইটি হাই স্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা যাতায়াত করে।
শুধু তাই নয় এই রাস্তা দিয়েই পঞ্চায়েত দপ্তরে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের। বিস্তীর্ণ রাস্তায় বড় বড় গর্ত এবং হাঁটু জল। ফলে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। এলাকাবাসিদের বক্তব্য এই সমস্যা দীর্ঘ কয়েক বছরের।
বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। শুনেছি এখানকার বিধায়ক, সাংসদ এবং গ্রাম পঞ্চায়েত বিজেপির হওয়ায় কোন কাজ হচ্ছে না। শাসক বিরোধী এই মন কষাকষি আমরা চাই না আমরা রাস্তা চাই।