নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: হুগলির কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোদালিয়া দুর্গোৎসব কমিটি পদার্পণ করলো তাদের গৌরবময় ৭৫ তম বর্ষে। দীর্ঘ সাড়ে সাত দশকের এই যাত্রাপথে পুজো কমিটি এলাকার মানুষের কাছে শুধু আনন্দ নয়, ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে।
এই বছর তাদের পুজোর থিম “ঐতিহ্যের উৎস”, যেখানে প্রতিটি অলঙ্করণ, প্রতিমা সজ্জা এবং মণ্ডপ নির্মাণে তুলে ধরা হয়েছে বাংলার শিকড় ও সংস্কৃতির ছোঁয়া।
প্রতিবছরের মতোই আজ মহাষ্টমীর বিশেষ আকর্ষণ ছিল কুমারী পূজা। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। সকল বয়সের মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এই মহোৎসবে।
সবচেয়ে বড় চমক হিসেবে এই বছর কোদালিয়া দুর্গোৎসব কমিটি নিয়ে এসেছে মহিলা পরিচালিত ঢাকিবাদক দল। মহিলা ঢাকিদের ঢাকের বাদ্যতাল এলাকাজুড়ে সৃষ্টি করেছে অন্যরকম আবহ, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।
এদিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি কমিটির উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই ধরনের উদ্যোগ শুধু উৎসব নয়, সমাজে নারীশক্তির মর্যাদা ও অংশগ্রহণকে আরও একধাপ এগিয়ে দেয়।”