সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: কাকদ্বীপ ও নামখানার উপর দিয়ে গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থী যাতায়াত করেছেন। মেলা শেষ হলেও কোনভাবে কোভিড সংক্রমণ সুন্দরবন এলাকায় না ছড়ায়, তার জন্য আগাম সর্তকতা প্রচারে নামল সুন্দরবন জেলা পুলিশ।
করোনা সংক্রমণের গ্রাফের কথা মাথায় রেখে মঙ্গলবার দুপুরে কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিশেষ অভিযান চালায় কাকদ্বীপ এলাকায়।
পুলিশের আধিকারিকরা পথ চলতি মানুষ, গাড়ির চালক থেকে শুরু করে বাজারের মধ্যে ঢুকে ক্রেতা ও বিক্রেতাদের মাস্কহীন দেখলেই ধমক দেন। প্রয়োজনে বাজারের ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেওয়া, মাস্কহীন চালকের গাড়ি আটক করার পাশাপাশি মাস্কহীন পথচলতি মানুষদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও পরে সকলকে সতর্ক করে প্রত্যেকের হাতে মাস্ক তুলে দেন পুলিশকর্মীরা।