নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: বুধবার ২,অক্টোবর :: কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি দেউতির হাট সার্বজনীন দুর্গোৎসব এই বছর ১২২তম বর্ষে পা দিয়েছে। শতাব্দী প্রাচীন এই পুজোটি ব্লকের অন্যতম বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম। এই বছরের বিশেষ আকর্ষণ হল, কোনারকের সূর্য মন্দিরের আদলে নির্মিত মণ্ডপ। পুজো কমিটির সদস্যদের মতে, এই বছর পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা।
দেউতির হাট বাজারে গেলেই চোখে পড়বে এই অত্যন্ত আকর্ষণীয় মণ্ডপ। ইতিমধ্যেই মণ্ডপের বাঁশের কাজ প্রায় শেষ হয়েছে। পুজোর চারদিন ধরে নানান সামাজিক কার্যকলাপের আয়োজনের পাশাপাশি, অষ্টমীতে বিশেষ ভোগের আয়োজন করা হবে। একাদশীতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাহি বিশ্বাসের উপস্থিতিতে একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।
আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ দেবীশক্তির আরাধনায় এখানে একত্রিত হন। মা দুর্গা সকলকে ভালো রাখবেন, গ্রামের সুখ শান্তি ও সকলের সমৃদ্ধি কামনায় ভক্তিভরে এখানে পূজিত হন।