নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: শুক্রবার ৯,আগস্ট :: ৯ আগস্ট হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন । সেই আন্দোলনের শহীদের শ্রদ্ধা জানালো রাজ্যের শাসকদল তৃণমূল ও বিরোধী রাজনৈতিক দল বিজেপি।
কোনো কোনো সাম্প্রদায়িক শক্তি ভারতকে ভাগ করতে চাইছে, ভারত ছাড়ো আন্দোলনের ৮২ তম বর্ষপূর্তিতে প্রতিক্রিয়া তমলুকের বিধায়কের, অন্যদিকে “মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি দয়া করে শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান ভুলভাল বলবেন না” ।
শুভেন্দুর বলেন ভারত ছাড়ো আন্দোলন ছিল তৎকালীন ভারতে ইংরেজ উপনিবেশিকদের প্রতি ব্যাপক নাগরিক অবাধ্যতা তথা ব্রিটিশ প্রবর্তিত সমস্ত জোর করে চাপিয়ে দেওয়া আইনগুলি অমান্য করা, যা পরবর্তীকালে ভারত থেকে ব্রিটিশদের গদি উপড়ে ফেলেছিল।
প্রতি বছর ৯ অগাস্ট, ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উদযাপিত হয় সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাঁরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এক মুহূর্তও নিজের স্বার্থের কথা চিন্তা না করে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পালিত হল ভারত ছাড়ো আন্দোলন দিবস ।