নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ২২,ডিসেম্বর :: মানুষের মুখ থেকে ‘হাসি’ যখন হারিয়ে যেতে বসেছে, ঠিক তখন কোন কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েক জন। ‘মর্নিং ওয়াকে’ বেরিয়ে শহরের খ্রীশ্চান কলেজ মাঠে। সেখানেই তাঁরা ‘হাস্য যোগ” চর্চা করেন।
এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি, প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু এবিষয়ে বলতে গিয়ে বলেন, হাসি দিয়ে দিন শুরু করলে সারা দিনটা স্বস্তিতে কাটে। প্রাত্যহিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে, আর সেই চাপ কাটানোর মোক্ষম দাওয়াই হাসি হতে পারে বলে তিনি জানান।
হাসির মধ্যে শারিরীক উপকারিতার হার্টের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে হাসি। সারা বিশ্বে এই কার্যক্রম ব্যপক জনপ্রিয়। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তাঁদের সাথে প্রত্যেককেই এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানান তিনি।