নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ১৯,জুলাই ::পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকে বিজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারডিঙ্গি গ্রামে বাসিন্দার সুখলাল হেমরমকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিলনা বলে জানান পরিবারের সদস্য।
পরিবারের অন্যান্য সদস্যরা মাঠে কৃষিকাজে লিপ্ত ছিলেন বলে জানান বাড়ি এসে খোঁজাখুঁজি করেন এবং আত্মীয়দের বাড়িতেও খোঁজ নেন। কিন্তু কোন জায়গায় সুকলাল হেমরম কোন খোঁজ পাওয়া যায়নি। এমত অবস্থায় বাড়ির পাশেই পুকুরে ভাসতে দেখেন এলাকার এক ব্যক্তি।
সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সুকলাল হেমামের পরিবারে সদস্যদের খবর দেন এবং তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন সুকলাল হেমরম কে। মৃত ব্যক্তি বয়স আনুমানিক ৬৫ বছর।
মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বডি উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যান। পরিবার সূত্রে জানা যায় শনিবার পোস্টমর্টেম হবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।