সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: কোভিড সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। আজ থেকে দু দিনের জন্য বন্ধ হয়ে গেল সোনারপুর রাজপুর পৌর এলাকার বিভিন্ন বাজার গুলি। সকাল থেকেই পৌর কর্মী দ্বারা বাজারগুলিতে স্যানিটাইজ করার কাজ চালাচ্ছে। অন্যদিকে ডায়মন্ড হারবারে কোভিড সংক্রমণ রুখতে ডায়মন্ডহারবার বাজার বন্ধের নির্দেশ দিল ডায়মন্ডহারবার মহকুমা প্রশাসক।
সকাল থেকেই সোনারপুর এর বিভিন্ন বাজারগুলিতে টহল দিচ্ছে পুলিশ কর্মী। মাস্ক ছাড়া কোন ব্যক্তি যেন না বাইরে বের হয় সেদিকে কড়া নজরদারি রাখছে জেলা প্রশাসন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সোনারপুর এলাকায় করোনা আক্রান্ত হয়েছে ৭২ জন। করোনার উপর লাগাম টানতে সর্বদা প্রয়াস করে যাচ্ছে জেলা প্রশাসন।