কোলাঘাটে জাঁকজমকের সাথে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব…

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: বৃহস্পতিবার ৭,সেপ্টেম্বর :: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। যে বিশেষ নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই বিরল যোগ আজ ৬ই সেপ্টেম্বর। আজ থেকে সারা দেশ তথা বিশ্বজুড়ে হিন্দু ধর্মাবলম্বিরা মহা ধুমধামের সাথে পালন করছেন মহা জন্মাষ্টমী উৎসব।

হিন্দুধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। এ দিনেই শ্রীকৃষ্ণের জন্ম হয়ে ছিল বলে বিশ্বাস করা হয়। পুরাণ মতে, কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলেই মনে করা হয় জন্মাষ্টমীর দিন বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে কৃষ্ণ জন্মতিথি ও পুজোর বিশেষ আয়োজন করা হয়। সাধারণত বৈষ্ণবদের কাছে এই উত্‍সবের বিশেষ গুরুত্ব রয়েছে।

আজ কোলাঘাট নতুন বাজার রাধামাধব জিউ আশ্রমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব। সূচনাতেই বিভিন্ন এলাকার শিশু কিশোরদের রাধা এবং কৃষ্ণ সাজিয়ে বাড়ির বড়রা মন্দিরে সমবেত হন। তারপর ক্ষুদে রাধাকৃষ্ণ দের নিয়ে শুরু হয় নানান আনন্দদায়ক অনুষ্ঠান। ছোটদের হাতে তুলে দেওয়া হয় নানা উপহার সামগ্রী। সমাগম ঘটে ছিল ভক্ত থেকে বহু উৎসাহী মানুষ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 3 =