নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলাঘাট :: বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ছট পূজোর প্রচলন রয়েছে।কোলাঘাট সহ পার্শ্ববর্তী বেশকিছু এলাকায় বসবাস করেন বিহার- ঝাড়খন্ডের মানুষ।যার কারনে বেশ কয়েক বছর ছট পূজোর প্রচলন বেড়েছে কোলাঘাটের রূপনারায়ন নদের তীরে।আর এই ছট পূজোর ভক্তের সংখ্যা ক্রমশই বাড়তে শুরু করে করেছে।
বর্তমানে কোলাঘাট সহ পার্শ্ববর্তী দারবর্তী এলাকায় বসবাসকারী বিহার- ঝাড়খন্ডের মানুষ যোগ দিচ্ছেন কোলাঘাটের কাঠচড়া নদীঘাটে।গতকাল বিকেল থেকে আজ সকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অগনিত ছট ভক্তেরা অস্তগামী সূর্যকে অর্ঘ প্রদানের পরে এবং আজ বৃহস্পতিবার ভোর থেকে উদীত সূর্যকে অর্ঘ প্রদান করে ছট পূজা সম্পন্ন হলো।সেই মতাবেক সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটেও ব্যাপক আড়ম্বরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ছট পূজো। বুধবার অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হলো ।