কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মায়ের আরাধনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: বৃহস্পতিবার ১৪,সেপ্টেম্বর :: আজ, বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা , ১৪ সেপ্টেম্বর ভোর ৫.৩১ মিনিটে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যা তিথি। এমনিতে আর পাঁচটা অমাবস্যার মতো শুনতে লাগলেও তন্ত্রসাধকদের কাছে ভাদ্রমাসের এই অমাবস্যাটি বিশেষ গুরুত্বপূর্ণ, সাথে তাৎপর্যপূর্ণ।

বীরভূমের তারাপীঠে তারা মায়ের মন্দিরে মহা ধুমধাম করে পুজো করা হয় এই অমাবস্যা তিথিতে।মা তারার অপর নাম নাম কৌশিকী। কথিত রয়েছে কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা ।

এর আরেক নাম “তারা রাত্রি” ৷ অনেকে মনে করেন তন্ত্রের ধনাত্মক ও ঋণাত্মক শক্তি দিয়ে এই একজন প্রকৃত সাধক স্বর্গ কিংবা নরকে যেতে পারেন ৷ তাঁর সাধনার উপর ৷ভক্তদের বিশ্বাস রয়েছে এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় বসে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা।তখন তারাপীঠ চন্ডীপুর নামে পরিচিত ছিল ৷ আজ “তারাপীঠ ” ৷

১২৭৪ বঙ্গাব্দের কৌশিকী অমাবস্যার রাতে, ‘তারাপীঠ মহাশ্মশানের’ শ্বেতশিমূল বৃক্ষের তলায়,
পঞ্চমুন্ডির আসনে তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন, ‘সাধক বামাক্ষ্যাপা’ এমনটাই কথিত রয়েছে।

এখানে সিদ্ধিলাভ করেছেন অসংখ্য সাধক ৷ যেমন – বিশে ক্ষ্যাপা , ল্যাংটা বাবা , কমলাকান্ত , রাজা রামকৃষ্ণ , কৈলাশপতি বাবা মোক্ষদানন্দ , আনন্দনাথ প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − two =