নিজস্ব সংবাদদাতা ::: সংবাদ প্রবাহ :: দীঘা :: শুক্রবার ১৫,সেপ্টেম্বর :: কৌশিকী অমাবস্যার জেরে উত্তাল হলো দীঘা সমুদ্র। শুক্রবার থেকে বড় বড় ঢেউ আছড়ে পড়ল । পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পর্যটকদের নামার ক্ষেত্রে বিভিন্ন ঘাট গুলিতে দড়ি বেঁধে বেরিকেড করে দেওয়া হয়েছে।
কোথাও বা হুইসেল বাজিয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। এমনিতেই আজ বিভিন্ন জায়গায় দীঘা ,তাজপুর, মান্দারমনি শংকরপুরে বেশ কিছু পর্যটক রয়েছেন বলে জানা গেছে। নুলীয়াদের কথায় যেহেতু গতকাল কৌশিকী অমাবস্যা ছিল তাই কারণে সমুদ্র উত্তল থাকে। তবে পর্যটকরা সমুদ্র স্নান না করতে পারায় কিছুটা হলেও মন খারাপ।
আজ সকাল থেকেই মেঘলা আকাশ কখনো বা ঝিরঝিরি বৃষ্টি আবার কখনো বা রোদ দেখা দিচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সমুদ্র উত্তাল হয়েছে। বেলার দিকে ফাঁকা হলে সমুদ্রসান করা যেতে পারে। গতকাল এই দীঘা সমুদ্রে দেখা গেছিল কর্দমাক্ত জল তাতে পর্যটকরা সমুদ্র স্নান করতে পারেননি ।হঠাৎ করে এই ধরনের সমুদ্রের জলের অবস্থা হয় কার্যত হতবাক হয়েছিলেন পর্যটকরা।