নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: শনিবার ২৩,আগস্ট :: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের যাত্রার পথে ঘটে গেল দুর্ঘটনা। বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ রামপুরহাট থানার বর্ষাল মোড়ের কাছে একটি চারচাকা গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারাপীঠ থেকে রামপুরহাটের দিকে আসার সময় চারচাকা গাড়িটি বর্ষাল ঢোকার আগে একটি বাইককে ধাক্কা মারে। বাইকচালক গাড়িটিকে থামতে বললেও, চালক না দাঁড়িয়ে দ্রুত চলে যায়। কিছুটা এগিয়ে বর্ষাল মোড়ের কাছে গিয়ে গাড়িটির সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়।
ওই অটোতে থাকা ১১ জন পুণ্যার্থীর মধ্যে ৮ জন আহত হন। ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ।