ক্যানিংয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: প্রকাশ্য দিবালোকে ক্যানিংয়ে হাড়হিম করা হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রফিকুলের কোনও পর্যন্ত খোঁজ পায়নি পুলিশ। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় চলছে চিরুনি তল্লাশি।

শনিবার ক্যানিংয়ে পৌঁছালেন তৃণমূলে ১৩ সদস্যর প্রতিনিধিদল। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তারা। এই প্রতিনিধি দলে আছেন সওকত মোল্লা, শুভাশিস চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, প্রতিমা মণ্ডল, পরেশরাম দাস, শ্যামল মণ্ডলরা।

তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মাজি-সহ আরও দুই তৃণমূল কর্মীকে খুন করা হয়। এই ঘটনা রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী। এরই মধ্যে শনিবার দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছলেন শাসকদলের নেতারা।অন্যদিকে স্বপন মাজি-সহ মোট তিনজনকে খুনের ঘটনায় ইতিমধ্যেই এক জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আফতাবউদ্দিন শেখ।

শুক্রবার গভীর রাতে কুলতলি থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। আফতাবউদ্দিন ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে স্বপন মাজি ও তাঁর দুই সঙ্গীর যাবতীয় গতিবিধি নজরে রেখেছিলেন। সেইমতো রফিকুল, বাপি, বসিররা রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বলেও অভিযোগ।তাঁরাই স্বপন মাজিকে মাঝ রাস্তায় আটকান। সে সময় আফতাফ ও সেখানে ছিলেন বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।একইসঙ্গে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রফিকুল নামে মূল অভিযুক্তের সঙ্গে স্বপন মাজির দীর্ঘদিনের একটা বিবাদ ছিল।

এরইমধ্যে এই ঘটনা। অন্যদিকে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার দাবি, “রফিকুল বলে কোনও কর্মী নেই আমাদের। কোনও সমাজবিরোধী আমাদের দলের কর্মী হতে পারে না। রফিকুল তৃণমূল কর্মী হলে তৃণমূলের লোককে খুন করবে কেন? ও একজন বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতী।

এই ঘটনায় ইতিমধ্যেই শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। যদিও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার স্পষ্ট দাবি,আমাদের ক্যানিংয়ে এই মুহূর্তে তৃণমূলের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =