সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: রবিবার ২৮,ডিসেম্বর :: মহিলা হোম গার্ডের দেহ উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার ক্যানিং পুলিশ কোয়াটারের মধ্যেই। নিহত ওই পুলিশ কর্মীর নাম গুলজান পারভীন মোল্লা ওরফে রেশমি। বয়স ২২ বছর।
নিহত ওই হোম গার্ড পুলিশকর্মীর বাড়ি জীবনতলা থানা উত্তর মৌখালী এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর শুক্রবার ডিউটি ছেড়ে ক্যানিং থানার পেছনে থাকা কোয়ার্টারে গিয়েছিলেন। তারপর বাড়ির থেকেই বারবার ফোন করার পরও ফোনে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না।
সারাদিন ফোন করার পর যখন তার সাথে যোগাযোগ না করতে পেরে বাড়ির লোকজন চলে আসে ক্যানিং থানাতে। বোন রুকসানা খাতুন কোয়ার্টারে চলে যায়। কোয়াটারের দরজা তখন ভেতর থেকে ভজানো। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে ওড়না গলায় পেঁচিয়ে সিলিং এর সঙ্গে ঝুলছে ওই মহিলা হোম গার্ড।
দিদির এই অবস্থা দেখার পর কান্নায় ভেঙে পড়েন বোন। এরপর ক্যানিং থানা থেকে পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
এদিকে মৃতের পরিবারের তরফ থেকে ক্যানিং থানার সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য্য নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি সায়নের বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল গুলজানের সাথে। বিষয়টি জানাজানি হওয়ায় সে খুন করেছে বলে অভিযোগ।
এ বিষয়ে ক্যানিং এসডিপিও রামকুমার মন্ডল জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শুরু হয়েছে ।

