ক্যানিং হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে খুনের হুমকি ! নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: মঙ্গলবার ১২,নভেম্বর :: হাসপাতালের ঢুকে তৃণমূলের নেতার দাদাগিরি। প্রাণ নাশের হুমকি দেয়া হয় অ্যাসিস্ট্যান্ট সুপারকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নিরাপত্তাহীনতায় ভুগছে ক্যানিং মহকুমার হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার।

অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভকুমার দাসের অভিযোগ, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও বহিরাগতদের নিয়ে এসে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাইকর্মী এবং নিরাপত্তা রক্ষীদের একাংশ।

অ্যাসিস্ট্যান্ট সুপারের অভিযোগ, ডিউটি রস্টারে রদবদল হলেও চুপ করে থাকা, কাউকে না জানিয়ে একজনের ডিউটি অপরজন করা, কাজে না এলেও বেতনের বিলে সই করা, ওয়ার্ডে আয়াকে ঢুকতে দেওয়ার মতো. একাধিক ক্ষেত্রে চাপ সৃষ্টি করা হয় তাঁর ওপরে।

কিন্তু মাথানত না করায় এদিনের হুমকি। অ্যাসিস্ট্যান্ট সৌরভ দাস জানিয়েছেন, ৭-৮ মাস ধরে সিকিউরিটি স্টাফের রস্টারটা আমি চাইছিলাম। পাচ্ছিলাম না। কারণ সেটা দেখে বিল সই করতে হয়। ওদের দাবি ওরা ডিউটি না করলেও বকেয়া স্লিপে আমাকে সই করে দিতে হবে। একজনের ডিউটি আরেকজন করবে, সেসব মেনে নিতে হবে।

আমাকে বলেছে, আপনার অত রোস্টার দেখার দরকার নেই। আয়াদের হাসপাতালের ভিতরে ঢুকতে দিতে হবে বলেও দাবি করতে থাকেন তাঁরা। বেশি নিয়ম দেখালে কী করে ক্যানিং থেকে বেরোন দেখে নেব। আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে গিয়ে আমাকে হুমকির মুখে পড়তে হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =