ক্যারাটে এসোসিয়েশন অফ ইন্ডিয়া ও পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস এন্ড স্পোর্টস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে হাওড়ার উলুবেড়িয়াতে আয়োজিত হয় ওপেন স্টেট ক্যারাটে প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২৯,সেপ্টেম্বর :: ওপেন স্টেট ক্যারাটে প্রতিযোগিতায় জয়জয়কার পূর্ব মেদিনীপুরের । ক্যারাটে এসোসিয়েশন অফ ইন্ডিয়া ও পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস এন্ড স্পোর্টস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে হাওড়ার উলুবেড়িয়াতে আয়োজিত হয় ওপেন স্টেট ক্যারাটে প্রতিযোগিতা।

গত ২৪ সেপ্টেম্বর উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৬০০ জন প্রতিযোগী যোগ দেয়। আর তাতে পূর্ব মেদিনীপুরে পনেরো জন সাফল্য অর্জন করেছে। তাঁদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে স্বর্ণপদক প্রাপ্ত ৮ জন। ছয় জন দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্যপদক ছিনিয়ে নিয়েছে। আরেক এক জন তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছে।

তাঁদের এই সাফল্যে গর্বিত কোচ-সহ অভিভাবকেরা। ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে সফলতম প্রতিযোগীরা। এদিন পটাশপুরের প্রতাপদিঘীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশিক্ষক সেনসাই সাগর খামরুই জানিয়েছেন, আমরা আগামীদিনে জাতীয় স্তরে প্রতিযোগীদের ক্যারাটেতে নিয়ে যাবো। তাঁদের সাফল্য কামনা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + twelve =