ক্রান্তি ব্লকের আনন্দপুর চা বাগানে অনুষ্ঠিত হলো জয় জোহার মেলা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৫,মার্চ :: মাদলের ছন্দে মেতে উঠুক আনন্দে এই স্লোগানকে সামনে রেখে রাজ্যর ১৫ টি জেলার ১০২ টি আদিবাসি অধ্যুষিত ব্লকে শুরু হয়েছে জয় জোহার মেলা।সেই মতো ক্রান্তি ব্লকের আনন্দপুর চা বাগানে অনুষ্ঠিত হলো জয় জোহার মেলা।

বীর বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মেলাটির আনুষ্ঠানিকভাবে মঞ্চে শুভ সূচনা করা হয়। মেলার উদ্দেশ্য আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব নাচ, গান, শিল্প সংস্কৃতিক প্রচার এবং পিছিয়ে পড়া ব্যক্তিদের সরকারি সুবিধা প্রদান। এদিন মেলার থেকে ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়।

মেলার মূল আকর্ষণ ছিল মহিলা ফুটবল প্রীতি ম্যাচ। এছাড়াও স্থানীয় এবং দূর দুরান্ত থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল সরেন, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ।

সহ-সভাপতি মেহেবুব আলম, রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় উড়াও, উপপ্রধান মিন্টু রায়, ভূমি কর্মাধ্যক্ষ পরিশ্রম চিক বাড়াই, ক্রান্তি বি আই ও সুরাতন মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্যা অপর্ণা পারভিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =