নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: সোমবার ১২,জানুয়ারি :: -ক্রিকেট খেলা কে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ ঘিরে চরম উত্তেজনা।এমনকি পরে এই বিবাদ সংঘর্ষের আকার নেয়।
অভিযোগ সংঘর্ষ চলাকালীন বরাকর পুলিশ ফাঁড়ির সামনে শুন্যে দু রাউন্ড গুলি চালানোর অভিযোগ।আসানসোলের কুলটি থানার বরাকরের ঘটনা।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌছায়।প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় উঠছে প্রশ্ন।
ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার করা হয়েছে। এলাকা শান্ত করার জন্য পুলিশ পক্ষ লাঠি চার্জ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ।

