নিজস্ব সংবাদদাতা :: পানিহাটি :: আগরপাড়া :: সংবাদ প্রবাহ :: ক্রেনের তার ছিড়ে কন্টেনার চাপা পড়ে মৃত্যু হল এক কর্মীর, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আগরপাড়া আলপেন ডিয়ারি এলাকায়,ঘটনাস্থলে খরদহ থানার বিশাল পুলিশ বাহিনী।পানিহাটি পৌরসভার আগরপাড়া আলপেন ডেয়ারী এলাকায় রিজেন্ট কোম্পানির কন্টেনারের গ্যারেজে দুর্ঘটনা,ক্রেনের তার ছিড়ে কন্টেনার চাপা পড়ে মৃত্যু হল এক কর্মীর,মৃতৎকর্মীর নাম মোহাম্মদ ইমরান খান,ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার তৈরি হয়,মৃত কর্মীর মৃতদেহ আটকে রেখে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন কারখানার অন্যান্য কর্মীসহ স্থানীয় বাসিন্দারা,বাসিন্দাদের অভিযোগ এত বড় কন্টেনার রাখার গ্যারেজে কোন আলোর ব্যবস্থা নেই, আর এই আলোর ব্যবস্থা না থাকার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে,কর্তৃপক্ষের গাফিলতীর অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং সমগ্র গ্যারেজে আলোর ব্যবস্থা করা হবে এমনটা আশ্বাস জানানোর পর বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা, তারপর মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যায় খরদহ থানার পুলিশ