নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ১৬,নভেম্বর :: বন্যায় ক্ষতিগ্রস্ত চা শ্রমিকদের ত্রাণ দিতে এসে জন বার্লার সাথে দেখা করে গেলেন বিমল গুরুং। শনিবার বিকেলে বিমল জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানে ত্রাণ বিতরণ করতে এসেছিলেন।
ফেরার পথে বার্লার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িতে বসেই বার্লার সাথে তিনি কথা বলেন। গুরুং এর অপেক্ষায় সেখানে সস্ত্রীক দাঁড়িয়ে ছিলেন বার্লা। বিয়ের পর স্ত্রীকে নিয়ে এদিনই তিনি প্রকাশ্যে এলেন। তবে বিমল গুরুং এদিন বার্লার বাড়ি ঢুকলেন না।
এর কারণ হিসেবে গুরুং তার ব্যস্ত কর্মসূচী কথা বললেও, মনে করা হচ্ছে ভোটের আগে তিনি বার্লার থেকে দূরত্ব বজায় রাখতে চাইছেন। এক সময় জন বার্লা- বিমল গুরুং এর সাথে জোট বেঁধে পঞ্চায়েত ভোটে ডুয়ার্সে লড়েছিলেন।
বিমল জানালেন – সক্রিয় ভোট রাজনীতিতে তিনি থাকছেন। কয়েক মাস পর অনুষ্ঠিত হতে চলা আগামী বিধানসভা নির্বাচনে তিনি অংশ নিবেন।
তবে সরাসরি তিনি প্রার্থী দেবেন নাকি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবেন – সেই বিষয়ে তিনি এখনো কোনও সিদ্ধান্ত নেন নাই। এই বিষয়ে পরে তিনি চিন্তাভাবনা করবেন, এখন তিনি ত্রাণ বিতরণ নিয়ে ব্যস্ত রয়েছেন।

