ক্ষতির মুখে এলাকার অর্থকারি ফসল মাখনা। প্রকাশ্য দিবালোকে দেদারে চলছে পুকুর ভরাট ও মাটি কাটার কাজ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ  :: বুধবার ১৪,ফেব্রুয়ারি :: ক্ষতির মুখে এলাকার অর্থকারি ফসল মাখনা। প্রকাশ্য দিবালোকে দেদারে চলছে পুকুর ভরাট ও মাটি কাটার কাজ। নিয়ম বহির্ভূত ভাবে ১০ থেকে ১২ ফিট করে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ।

কিন্তু পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। প্রশ্নের মুখে তিন সদস্যের কমিটির ভূমিকাও। এদিকে এই অভিযোগ সামনে আসতেই তৃণমূলকে নিশানা বিজেপির। পাল্টা সাফাই তৃণমূলের।শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত শামখা এলাকায় দেদারে চলছে পুকুর ভরাট ও মাটি কাটার কাজ।

অবৈধ মাটি কাটা রুখতে প্রত্যেকটি ব্লকে গঠন হয়েছে ৩ সদস্যের কমিটি।যে কমিটিতে রয়েছেন আইসি, বিডিও এবং বিএলআরও। সেই কমিটির ভূমিকাও প্রশ্নের মুখে।বিজেপির অভিযোগ তৃণমূলের মদতে জমি মাফিয়াদের দৌরাত্ম বাড়ছে। চারিদিকে জমি দখল মাটি কাটা এবং মাটির ভরাট হচ্ছে।যদিও তৃণমূলের দাবি এর সঙ্গে দলের কেউ যুক্ত থাকবে না। প্রশাসন নিজের কাজ করবে।

প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙুল দেখেই চলছে মাটিকাটা। এমনকি সরকারি অনুমতি নিলেও তিন থেকে চার ফিটের বেশি মাটি কাটা যায় না। সেখানে প্রায় ১০ থেকে ১২ ফিট মাটি কাটা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =