নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মালদহ :: ক্ষমতার জেরে বাংলায় ১০০ দিনের প্রকল্পের কাজ বন্ধ রেখেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার বাংলার কাজে কোন সহযোগিতা করছে না। এমনকি বাংলায় এম জি এন আরই জিএস প্রকল্পের প্রায় ৯ হাজার কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার। এত দ্বিচারিতা সত্ত্বেও থমকে নেই বাংলার উন্নয়ন।
শুক্রবার মানিকচক বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিত্রী মিত্র চৌকি মীরদাত পুর অঞ্চলের সবরাতি টোলায়, দুটি ঢালাই রাস্তার জন্য প্রায় , এমজি এন আর জি এস তহবিল থেকে প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয়ে করে ঢালাই রাস্তার ফিতা কেটে শুভ সূচনা করেন ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ মহাতাপ সহ তৃণমূল অঞ্চল সভাপতি ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বাংলা থেকে বিপুল পরিমাণে যে কর আদায় করে নিয়ে যাচ্ছে কেন্দ্র, সেই কর বাংলার খাতে জমা পড়লে বাংলার উন্নয়ন হবে। কেন্দ্র সরকার এই কাজের জন্য একটিও টাকা দেয় না। বাংলা সাথে দ্বাচারিতা করছে। তাই কেন্দ্রের টাকা বন্ধ থাকা সত্ত্বেও বাংলার উন্নয়ন থমকে নেই।