নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্ষীরপাই :: মঙ্গলবার ২১,অক্টোবর :: পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এর বিখ্যাত দেবী কালিকা এখানে ‘বড় মা’ নামে পরিচিত।
এই মন্দিরটি একটি বিশেষ কারণে আলাদা। আর পাঁচটা মন্দিরের মতো এখানে কোনও স্থায়ী পুরোহিত নেই। এখানে যিনি পূজা দিতে আসেন তিনি নিজেই পুরোহিত।এখানে প্রতিমা বিশাল আকারের।‘বড় মা’-র উচ্চতা প্রায় ৪৫ ফুট।এখানে ভক্তদের পুজোর ফল বা দক্ষিণা দেওয়া নিষেধ। ভক্তরা চাইলে দেবীর জন্য প্রসাদ রেখে যেতে পারেন।
এই বড় মা কালীর মন্দিরে শুধুমাত্র অমাবস্যা তিথিতে পুরোহিত এসে বিশেষ পুজো করেন। বাকি দিনগুলিতে ভক্তরাই পুজোর দায়িত্ব সামলান। তবে এখানে বহু ভক্ত আসে মায়ের কাছে মানত করতে।
মনোস্কামনা পূর্ণ হলে সেই মানত শোধ করেন ভক্তরা। দীর্ঘ ২৫ বছর ধরে চলে আসছে এই পূজা। প্রত্যেকদিনই এই বড় মায়ের মন্দিরে হাজারো হাজারো ভক্তের ভিড় লক্ষ্য করা যায়।
তবে, দীপান্বিতা অমাবস্যায় শ্যামা মায়ের পূজায় ব্রতী হন সকল বাঙালিরা। সেই মত ক্ষীরপাই বড় মা কালী মন্দিরে কেউ মা কালীকে দর্শন করতে কেউ বা পূজা দিতে উপস্থিত হযনা ।
সোমবার সকাল থেকে কয়েক হাজার ভক্তদের ঢল দেখা গিয়েছিল, তবে সন্ধ্যা নামার সাথে সাথে ভক্তদের ভিড়ও বেড়েই চলে। পুজো কমিটির তরফ থেকে ও পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত দিকে নজরদারি চালানো হয়।