নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::শান্তিপুর :: শুক্রবার ১১,জুলাই :: ক্ষ্যাপা হনুমানের উপদ্রবে আতঙ্কিত এলাকার মানুষ। হনুমানের হাত থেকে রক্ষা পেল না চতুর্থ শ্রেণীর ছাত্রীও। হনুমানের কামড়ে আক্রান্ত চতুর্থ শ্রেণীর ছাত্রী। এদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীকে আক্রমণ করে হনুমান। তারপরই তাকে কামড়ে দেয় হনুমানটি।
ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের মনসাতলা এলাকায়। ওই স্কুল ছাত্রী ঋষিকা সান্যাল হরিপুর প্রাথমিক বিদ্যালয় এর চতুর্থ শ্রেণীর ছাত্রী। আরো বন্ধু বান্ধবীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার সময়েই এই দুর্ঘটনা ঘটে। তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্কুল ছাত্রীর বাড়ির সকলে।
স্থানীয় যারা ছিলেন সকলে মিলে স্কুল ছাত্রীকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার চিকিৎসা করেন। স্কুল ছাত্রীর পরিবারের সদস্যদের দাবি, ওই এলাকায় হনুমানের উপদ্রব অত্যাধিক মাত্রায় বেড়েই চলেছে। প্রশাসনের তরফে একটা ব্যবস্থা করা হোক।
না হলে আগামী দিনে আরও সমস্যায় পড়তে হবে সকলকে। শুধু তাই নয় মনসাতলার পার্শ্ববর্তী অঞ্চলেও একইভাবে এখনো উপদ্রব রয়েছে ওই খ্যাপা হনুমানটির। স্থানীয় সূত্রে খবর, এখনো পর্যন্ত হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ জন। স্থানীয়রা বন দপ্তরকে ফোন করলে মেলে অসহযোগিতা।
সরাসরি কিছু করতে পারবো না বলে জানিয়ে দেন বনদপ্তরের আধিকারিকরা। এমত পরিস্থিতিতে ক্ষ্যাপা হনুমানের তাণ্ডবে আতঙ্কে জীবন যাপন করছে এলাকার মানুষ। মানুষকে প্রাণ হাতে বেরোতে হচ্ছে বাড়ির বাইরে।