কয়লা মাফিয়া রাজু ঝার খুনের ঘটনায় বুধবার কাঁকসার বাঁশকোপায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ৫ই,এপ্রিল :: কয়লা মাফিয়া রাজু ঝার খুনের ঘটনায় বুধবার কাঁকসার বাঁশককোপায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কাঁকসা থানার পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। আততায়ীরা ভিন রাজ্য থেকে এসেছিল বলে পুলিশের অনুমান।

বাংলা ও ঝাড়খণ্ডের বর্ডারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। গত ১ তারিখ পূর্ব বর্ধমানের শক্তিগড়ে খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা। ঘটনার পরের দিন সকালে শক্তিগড় থানার কাছেই মেলে নীল রঙের একটি ছোট গাড়ি। সেই গাড়ি কোথা থেকে এসেছিলো তারই খোঁজে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ও তদন্তকারী দল।

অপরদিকে ভিন রাজ্য থেকে দুষ্কৃতিদের পশ্চিমবঙ্গে এনে কয়লা মাফিয়া রাজু ঝাকে খুন করা হয়েছে বলে দাবি করেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা। তার অভিযোগ পশ্চিমবঙ্গ দুষ্কৃতিদের আখড়া হয়ে উঠেছে। যতদিন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে ততদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকবে বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =