নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়দহ :: শুক্রবার ০১,ডিসেম্বর :: পাঁচশো বছরের রীতি মেনে রাস যাত্রার চতুর্থ দিনে সম্পন্ন হয়ে গেলো খিচুড়ি লুঠ। খরদহের শ্যাম সুন্দর জিউ মন্দিরের রাস উৎসব ঘিরে যেমন লক্ষাধিক ভক্তের আগ্রহ অপরিসীম। তেমনই প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ ভক্তের জন্যে আয়োজন করা হয় খিচুড়ি লুঠ প্রথার।
যেখানে একদিকে শ্যাম সুন্দর বিগ্রহ ভক্তদের কাঁধে চেপে গঙ্গা তীর্থে রাসখোলা ঘাটে গঙ্গাতীর্থে যাত্রা করে ফিরে আসেন নিজ মন্দিরে। আর মন্দিরে শ্যাম সুন্দরের প্রবেশের পরই শুরু হয়ে যায় খিচুড়ি লুঠের। যেখানে বাচ্চা থেকে বয়স্ক সকল ভক্তের হাতে গামলা বালতি থালা আবার কেউ হাতে করে খিচুড়ি তুলে নিয়ে যাচ্ছেন প্রসাদ।
২১ কুইন্টাল চাল ডাল দিয়ে এই খিচুড়ির আয়োজন করা হয়েছে। আর এটাই হলো খড়দহের শ্যাম সুন্দর জিউ মন্দিরের রাস উৎসবের অন্যতম আকর্ষণ। মন্দির কতৃপক্ষের কোথায়, রাস উৎসব উপলক্ষ্যে এমন মহা ভোগ লুঠের প্রথা রাজ্যের কোথাও আর চালু নেই এমন প্রথার।
গত সোমবার থেকে শুরু হয়েছে এই রাস উৎসব। চারদিন ব্যাপী এই উৎসবকে ঘিরে মন্দিরের আশেপাশের বাড়ি মন্দির সবই যেন দীপাবলির মত আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যে বিশেষ ভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।