নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: মঙ্গলবার ৩০,সেপ্টেম্বর :: খড়ি নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু এক নাবালিকার নিখোঁজ এখনো এক। নিখোঁজ নাবালিকার খোঁজে চলছে তল্লাশি। জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের সাতপোতা গ্রামে চারজন স্নান করতে নামেন |
সেই সময় তিনজন তলিয়ে যাচ্ছিল একজন কোনরকমে প্রাণের রক্ষা পেলেও দুজন তলিয়ে যায়। ঘটনা ঘটার প্রায় ঘন্টাখানেকের মধ্যেই সুনিতা মন্ডল নামের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। পাশাপাশি অনিন্দিতা পাল নামে আর এক নাবালিকা এখনো নিখোঁজ।
ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় পূর্বস্থলী থানার পুলিশ এবং পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জী। নিখোঁজ নাবালিকার খোঁজে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা।