নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১৯,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার অন্তরগত খণ্ডঘোষের সেহারাবাজারে হঠাৎ করেই মুদিখানা দোকানে আগুন ঘিরে চাঞ্চল্য । একটি দোকানে হঠাৎ করেই ধোঁয়া উঠতে দেখা যায়।। প্রথমে দোকানের ভিতরে কেউ ইচ্ছে করে আগুন জ্বালিয়েছে মনে হলেও পরে দেখা যায় আগুনের লেলিহান শিখা।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্রই সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা সকলেই তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। ফোন করে ডাকা হয় দোকানের মালিক কে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় সেহারাবাজার ফাঁড়ির পুলিশ ও খণ্ডঘোষ থানার পুলিশ। তার বেশ কিছুক্ষন পর ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন।
আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকলের ইঞ্জিন এসে পৌঁছায়। দমকল এর ইঞ্জিন দেরিতে আসায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের দাবি দক্ষিণ দামোদর এলাকায় অগ্নি নির্বাপক কেন্দ্রের প্রয়োজন রয়েছে। তাই একটি অগ্নি নির্বাপক কেন্দ্র তৈরির জোরালো দাবি জানান তারা।