নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খণ্ডঘোষ :: সোমবার ১৫,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার বাঁকুড়া মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া ১০ চাকা লরির ধাক্কায় পিষ্ট হন ধনঞ্জয় নায়েক বয়স ৬৫ বছর । ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই এদিন নিজের ব্যাটারি চালিত স্কুটি চালিয়ে নিজের দোকানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন ধনঞ্জয় বাবু। বাড়ি থেকে বেরিয়ে বাঁকুড়া মোড়ে পৌঁছতেই বর্ধমানের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ১০ চাকার লরি তাঁকে সোজা ধাক্কা মারে।
স্থানীয়দের দাবি, লরিটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওই ব্যক্তির ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ধনঞ্জয় নায়েক । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পোলেমপুর ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে ভেঙে পড়েন।
এদিকে দুর্ঘটনাটি ঘটানোর পর লরিটি এলাকা ছাড়তে পারেনি। স্থানীয়দের তৎপরতায় ও পুলিশের দ্রুত পদক্ষেপে ঘাতক লরিটি আটক করা হয়েছে। লরি চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনসহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হতে পারে বলে জানিয়েছে খণ্ডঘোষ থানা।

