নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খয়রাশোল :: সোমবার,৫মে :: এবার মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্যের জন্য জেলায় কৃতি ছাত্রছাত্রীদের বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
পড়াশোনায় আরও উৎসাহিত করতে মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানিয়ে শুভেচ্ছা জানানো হল বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাশোল থানার পক্ষ থেকে।
আজ খয়রাশোল থানার অন্তর্গত খয়রাশোল গ্রামের রিতম দাস মোদককে(প্রাপ্ত নম্বর ৬৪৯) খয়রাশোল থানার পক্ষ থেকে একটি বই ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করলেন পুলিশ কর্মীরা। পাশাপাশি মিষ্টিমুখও করানো হয়।
রিতম নাকড়াকোন্দা হাই স্কুলের ছাত্র। মাধ্যমিক পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৬৪৯। রানিপাথর গ্রামের কৃষ্ণাশিস ব্যানার্জি তাঁর প্রাপ্ত নম্বর ৬১৯।কৃষ্ণপুর গ্রামের অনন্যা মণ্ডলের প্রাপ্ত নম্বর ৬০৯,বালিটা গ্রামের ঝুম্পা পাল প্রাপ্ত নম্বর ৫১৪ ।
খয়রাশোল থানার পক্ষ থেকে প্রত্যেক কৃতি ছাত্র ছাত্রীকে একটি করে বই ও পুষ্প স্তবক দিয়ে সংবর্ধিত করেন পুলিশ কর্মীরা। সাথে মিষ্টিমুখও করানো হয়।