নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বুধবার ২২,অক্টোবর :: ১ নং গেট খরখড়িয়া বেসিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো তৃণমূলের দিনহাটা ১ বি ব্লক আয়োজিত বিজয়া সম্মেলনে।
সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ এলাকার বিভিন্ন নেতৃত্বরা।এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করে বলেন দিল্লিতে বিজেপি সরকার আসার পর চিত্তরঞ্জন এলাকায় মাছ-মাংস ডিমের দোকান বন্ধ করে দিয়েছে।
এছাড়াও তিনি বলেন মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর সেখানে মাছ-মাংসের দোকান বন্ধ করা হয়েছে তিনি বলেন বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে সেখানেও একই ধরনের কার্যকলাপ করবে।
তিনি আরো বলেন সেই সময় কি হিন্দু মুসলমান ভেদাভেদ করে খাবার নির্ধারণ করা হবে। হিন্দুরা কি বলবেন যে তারা মাছ মাংস খাবেন না, তিনি উল্লেখ করে বলেন যে আমি তো একজন বাঙালি হিন্দু। আমি মানতে পারব না কারণ আমি কি খাব না খাব সেটা অন্যকেউ ঠিক করে দেবে না।
মন্ত্রী বলেন আমি যদি মাংস খাই তাহলে কি মাংস খাব সেটা আমি ঠিক করব আমার যেটা রুচি হবে এবং আমার ধর্মে যেটা ঠিক হবে সেটাই খাবো। সেই সাথে তিনি যোগ করেন যে আমি কারো বাপের টাকায় মাছ-মাংস কিনে খাই না তাই কেন্দ্রের বিজেপি সরকারের কথা শুনে আমি মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে পারব না।