খরচের হিসাব ছাড়া পূজোর অনুদান নয়: কলকাতা হাই কোর্ট

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৭,আগস্ট :: কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, দুর্গাপূজো কমিটিগুলোকে সরকারী অনুদান দিতে হলে খরচের বিস্তারিত হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক।

হিসাব ছাড়া কোনওভাবেই অনুদান দেওয়া যাবে না। আদালত স্পষ্ট করেছে, জনগণের টাকার ব্যবহার স্বচ্ছ হতে হবে এবং প্রতিটি পয়সার হিসাব প্রকাশ্যে আনতে হবে।

কোর্টের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট পুজো কমিটিকে আর্থিক সহায়তা দেওয়ার আগে নির্দিষ্ট নিয়মে খরচের অডিট রিপোর্ট জমা দিতে হবে। এর ফলে সরকারী অনুদানের টাকায় অনিয়ম রোখা সম্ভব হবে বলে মনে করছে আদালত।

এদিন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, যে কমিটিগুলি টাকা খরচের হিসেব দিয়েছে, তারাই টাকা পাবে। যারা ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ দিতে পারেনি বা দেয়নি তাদের টাকা দেওয়া যাবে না।

আদালতের এই রায়ের ফলে রাজ্যের পূজো কমিটিকে এখন থেকে হিসাবপত্র প্রস্তুত করে স্বচ্ছভাবে জমা দিতে হবে, নইলে অনুদান বন্ধ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 7 =