নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ গুলির লড়াই ছড়িয়ে পড়ে। সেনা সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ১৭ জন বিদ্রোহী নিহত হয়েছে।
গতকাল ভোররাতে সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালায় পাকিস্তানি সেনারা। গোপন সূত্রে খবর পেয়ে বিদ্রোহীদের আস্তানা ঘেরাও করার পরপরই শুরু হয় গুলি বিনিময়। কয়েক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেনাদের কোনো বড় ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ যন্ত্র উদ্ধার করা হয়েছে। সেনারা জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শীর্ষ বিদ্রোহী কমান্ডারও থাকতে পারে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষপ্রবণ অঞ্চলজুড়ে সেনা মোতায়েন আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিদ্রোহ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।