নিজস্ব সংবাদদাতা :: সংবাদ :প্রবাহ : জামুরিয়া :: বুধবার ২,এপ্রিল :: খাদ্য প্রস্তুতকারক কারখানায় আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য, অভিযোগ কারখানার মধ্যে ভাঙচুর চালিয়েছে একদল এলাকাবাসী।
ঘটনা প্রসঙ্গে জানা যায় , জামুরিয়া থানা এলাকার বেলবাদ কোলিয়ারি সংলগ্ন এদরি এগ্রো ফ্রুড প্রাইভেট লিমিটেড নামক এক সোয়াবিন প্রস্তুত কারক কারখানার আবর্জনা তুপে আগুন লাগার ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রানীগঞ্জ দমকল বিভাগের একটি ইঞ্জিন ও সংলগ্ন শ্যাম সেল কারখানা থেকে একটি অগ্নিনির্বাপক ইঞ্জিন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
তবে এই আগুন লাগার ঘটনাকে লক্ষ্য করে সংলগ্ন অংশের বেশ কিছু এলাকাবাসী আগুন সর্বত্র ছড়িয়ে যেতে পারে এই অভিযোগ করে সেই কারখানার মালিকদের কারখানার মধ্যে আটকে রেখে কারখানার দপ্তরে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
যদিও দমকল কিভাবে এই আগুন লাগার ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে। এদিনের এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। তারাই যে কোন রূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত থাকে।