নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খানাকুল :: সোমবার ৫,আগস্ট :: খানাকুলের গুরুত্বপূর্ণ ব্রিজ আজগুবি তলার ব্রিজ, ভেঙে ভেসে গেলো জলের তোড়ে , ঘটনাটি ঘটে খানাকুল থানার হরিশচক গ্রামের আজগুবি তলার ঘাটে সকাল সাড়ে দশটা নাগাদ । তিন জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ৩০ সেকেন্ডের রাস্তার বিকল্প আড়াই ঘণ্টা ঘুরে যেতে হবে , সমস্যায় তিন জেলার মানুষ ।
সর্বদা ঘাটে উপস্থিত ছিলো খানাকুল ২ ব্লক প্রশাসন, খানাকুল থানা কর্তব্যরত পুলিশ কর্মীরা, রাজনৈতিক দল, এবং সাধারণ মানুষের নজরদারি ছিলো, ঘাট কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কাঠের ব্রিজ টি বাঁচাতে পারলো না, শেষমেষ নদীর জল বাড়ার ফলে গ্রাস করে নিলো অর্ধেক ব্রিজটি, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন, বিভিন্ন প্রশাসন দপ্তর চেষ্টা করছে নদী পারাপারের দ্রুত ব্যবস্থা ।।
আজগুবি তলার ফেরিঘাটে খানাকুল পুলিশের কড়া নজরদারি চলছে, অনেক সাধারণ মানুষ আসছে ভাঙা ব্রিজের মুখে দাঁড়িয়ে সেলফি ভিডিও তুলতে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই পুলিশ প্রশাসনের নিষেধ আছে ক্ষতিগ্রস্ত জায়গায় কেউ যাতে না যায় । আজগুবি তলার ঘাটে উপস্থিত ছিলেন খানাকুল ২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামানিক ।