নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খানাকুল :: শনিবার ২৯,মার্চ :: খানাকুল থানা এলাকার নবাসন মল্লিক পাড়ায় গৃহস্থের বাড়িতে গ্যাস ওভেন থেকে দুর্ঘটনা । বাড়ির লোকজন জানায় পাইপ লিক থেকে গ্যাস বেরোচ্ছিল বলে জানা গেছে । চট এর থলি জলে ভিজিয়ে কোনোক্রমে আগুন আয়তে আনে ।
ঘটনার খবর পৌঁছায় খানাকুল থানায়, তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় খানাকুল পুলিশ এ বিষয়ে খোঁজ খবর নেয় । এলাকার মানুষের ভিড় জমতে থাকে বাড়ির সামনে । যদিও গৃহস্থের পরিবার থেকে জানিয়েছেন আমরা সুরক্ষিত কোনো কারো ক্ষতি হয়নি, তবে সময়ে আগুন না নেভাতে পারলে বড়ো ধরণের ক্ষতি হতে পারতো ।