খাবার নেই, বৃষ্টির মধ্যে খোলা আকাশে কাটছে দিন। সামান্য একটু সাহায্যের আশায় তৃণমূল নেত্রী,জেলা পরিষদ সদস্যা তথা তৃণমূল ব্লক সভাপতির পায়ে পড়ে কান্না

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: খাবার নেই, বৃষ্টির মধ্যে খোলা আকাশে কাটছে দিন। সামান্য একটু সাহায্যের আশায় তৃণমূল নেত্রী,জেলা পরিষদ সদস্যা তথা তৃণমূল ব্লক সভাপতির পায়ে পড়ে কান্না পরিযায়ী শ্রমিকের প্রৌঢ়া মায়ের। মাটিতে বসে পা জড়িয়ে ধরে কান্না।

মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রাঙ্গাইপুর গ্রামে পরিযায়ী শ্রমিক আনসার আলীর ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।

ঘরে থাকা নগদ কুড়ি হাজার টাকা থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র ভস্মীভূত। বৃষ্টি মাথায় আনসারের পরিবার ও তার প্রৌঢ়া মা খোলা আকাশের নিচে।

সকাল থেকে রাত গড়িয়ে গেলেও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই দিনমজুর পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দেখা যায় নি এলাকার প্রশাসনিক কর্তা থেকে শুরু করে কোনো জন-প্রতিনিধিদের।

গভীর রাতে খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান স্থানীয় তৃণমূল জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন। মর্জিনাকে দেখে সামান্য সাহায্যের আশায় কাঁদতে কাঁদতে পা জড়িয়ে ধরেন পরিযায়ী শ্রমিক আনসারের মা খাদিজা বিবি।

খাদিজার দাবি সকাল বেলা আগুন লেগে ছিল কিন্তু কেউ এসে খোঁজ পর্যন্ত নেয় নি। অগ্নিকাণ্ডের জেরে ঘরবাড়ি টাকা-পয়সা সব চলে গিয়েছে। পরিবার নিয়ে সারা দিন খোলা আকাশের নিচে বসে রয়েছেন। খাবার পর্যন্ত জোটে নি।

মর্জিনার বক্তব্য তিনি চেষ্টা করবেন পরিবারটি যাতে সরকারি ঘর পায়। অন্যদিকে, এমন ঘটনা সামনে আসতেই সরব বিরোধীরা। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 6 =