সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বেহালা :: রবিবার ৬,জুলাই :: খাস কলকাতায় তরুণ খুন। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে বেহালার শখের বাজার এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
অভিযোগ, মদের আসরে অশান্তির জেরে এক বন্ধু ও তার বাবার মারে মৃত্যু হয় ওই তরুণের। এই ঘটনায় এক যুবক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। মৃতের নাম বাপি অধিকারী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি-সহ চার বন্ধু রাতভর মদ্যপান করেন। রবিবার সকালে তিন বন্ধু মিলে আসরে থাকা আরেক যুবককে চড়-থাপ্পর মারে। মার খেয়ে ওই যুবক তার বাবাকে ফোন করেন। তিনি এসে শখের বাজার সুপার মার্কেটের সামনেই তিন বন্ধুকে মারধর করতে শুরু করেন।
স্থানীয় দোকানদার জানান, বাপিকে রাস্তায় ফেলে লাথিও মারা হয়। তিনি পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। বাপিকে টেনে এনে মারধর করা হয়।মার খেতে খেতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পুলিশে খবর দেওয়া হয়।
যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনা অভিযুক্ত যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বাজারের সিসিটিভি দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।