নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: খাস কলকাতার বুকে হাড়হিম কড়া ঘটনা। কুমোরটুলি ঘাটে মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ দুই মহিলা একটি ট্রলি ব্যাগে করে এক মহিলার টুকরো করা দেহ ফেলতে এসে হাতেনাতে ধরা পড়ে।
দেহ লোপাটের জন্য যখন তারা ভারী ব্যাগটি টেনে নিয়ে যেতে অক্ষম হয় তখন বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয় লোকজনের সন্ধেহ হওয়ায় তারা ওই মহিলাদের কে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর ঘটনাস্থলে পুলিশ আসে।
পুলিশ এসে ওই ব্যাগটির তালা ভাঙলে দেখা যায় তাতে এক মহিলার টুকরো করা বডি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জনগণের রোষের মুখ থেকে বাঁচাতে ধৃত ওই মহিলা দুটি যারা সম্পর্কে মা ও মেয়ে তাদের প্রিজন ভ্যানে তোলা হয়। তখনই উত্তেজিত জনতা পুলিশের প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
মহিলা দুটি বারাসাতের বাসিন্দা। প্রথমে তারা ট্যাক্সী করে দেহটি নিয়ে বাবুঘাটে যায় কিন্তু সেখানে বডিটি ফেলতে না পারায় বডিটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরে। এরপর কুমোরটুলি ঘাটে বডিটি ফেলে পালানোর চেষ্টা করে। তখনই ধরা পড়ে তারা। খাস কলকাতায় ঘটা এই ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।