খিচুনি দিয়ে পেটে ব্যাথা – হচ্ছিল ঘন ঘন বমি, পায়খানা – মৃত্যু কিশোরের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বুদ্বুদ :: মঙ্গলবার ৯,ডিসেম্বর :: খিচুনি দিয়ে পেটে ব্যাথা। হচ্ছিল ঘন ঘন বমি, পায়খানা। মৃত্যু কিশোরের। মৃত কিশোরের নাম মিলন দত্ত(১৪)। বুদবুদের সুকান্ত নগরের বাসিন্দা।বুদবুদের সুকান্তনগরের দত্ত পরিবারের ছেলে, মেয়ে, বাবা ও মাকে স্থানীয়রা ভর্তি করেন মানকর হাসপাতালে। অবস্থার অবনতি ঘটায় বাবা, মা ও মেয়েকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মানকর হাসপাতালেই মৃত্যু হয় ছেলে মিলন দত্তের। এই ঘটনা জানাজানি হতেই শোকস্তব্ধ গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =