নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: রবিবার ২১,সেপ্টেম্বর :: মানুষের কাছে জীবনের অর্থটাই পাল্টে যেতে শুরু করে। মানসিক ভাবে ভেঙে পড়েন অনেক মানুষ। জীবনের সব কিছুই মানুষের কাছে অর্থহীন হয়ে ওঠে। কিন্তু না, এমন পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না।
খুঁজতে হয় মুক্তির উপায়। আর সেই উপায়ই এবার দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে সোনারপুরের মানিকপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। তাদের এবারের ভাবনা ‘ওম’। এই পুজো এবার ৩৩ বছরে পদার্পণ করল। পুজোর ভাবনায় শিল্পী তারক বাকালি। সহযোগিতায় রয়েছে মুস্তাক ক্রিয়েশন।শিল্পী তারক জানান, নিজের জীবনের নানান কঠিন পরিস্থিতি এবং তার থেকে মুক্তির অভিজ্ঞতাকেই পাথেয় করে এবার এই পুজোয় সেই ভাবনাকে রূপ দিচ্ছেন তিনি।
তার জীবনে আসা এমন কঠিন পরিস্থিতিতে তাকে বলা হয় ইশ্বরের শরণাপন্ন হতে। মেডিটেশন করতে। তাতেই অস্থির মন শান্ত হবে। সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
সেটা করেই তিনি সুফল পেয়েছেন। তাই এবার তিনি সেই অভিজ্ঞতাকেই তুলে ধরছেন দর্শকদের সামনে। মণ্ডপের মাঝখানের অংশটা তৈরি করা হচ্ছে গোলাকৃতি। অনেকটা ব্রহ্মাণ্ডের আকারে। বাইরের দিকে মণ্ডপের দুই ধারে থাকছে মানুষের জীবনের মূলাধার থেকে অধিষ্ঠানের সাতটি চক্র।
মণ্ডপে প্রবেশের একধারে দেখানো হচ্ছে মানুষের জীবনের বিভিন্ন জটিলতার চিত্র। মণ্ডপের মাঝখানে সনাতনী রূপে মা দুর্গা থাকছেন। আর মণ্ডপ থেকে প্রস্থানের পথে দেখানো হচ্ছে মুক্তির উপায়। অর্থাৎ ইশ্বরের শরণাপন্ন হওয়া এবং মেডিটেশনের চিত্র।
পুজো কমিটির সদস্য অরিজিৎ সরকার জানান, এবারে এই পুজোর বিশেষত্বে থাকছে কুমারী পুজো। আমাদের মন্ডপ সাধারণের জন্য খুলে দেওয়া হবে ২৪ শে সেপ্টেম্বর এছাড়াও মুস্তাক ক্রিয়েশনের সহযোগিতায় পুজোর ডিজিটাল সম্প্রচার করা হবে।