খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করলো “ঢাকে কাঠি পড়া শুরু হলো” দীঘা সার্বজনীন দূর্গা ও লক্ষী পূজা কমিটি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: প্যান্ডেলের চমক লাইটিং এর বাহার সেইসঙ্গে সমুদ্র আরতি নিয়ে এবারে ৭৮ তম বর্ষের ব্যাপক চমক শ্রী শ্রী দূর্গা ও লক্ষী পূজা কমিটির । পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘা শহরে শ্রী শ্রী দূর্গা ও লক্ষী পূজা কমিটির উদ্যোগে শুরু হল খুঁটিপূজা।এবারে তাদের পূজো আটাত্তর তম বর্ষে পদার্পণ করলো বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক সুশান্ত পাত্র। এদিন শঙ্খবাদন ঢাক সহকারে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়।

এবারে বিশেষ চমক থাকছে পুজোর প্যান্ডেলের থিম মায়াপুরের ইসকন মন্দির। যা পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের নজর কাড়বে বলে এমনটাই মনে করা হচ্ছে।

দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির আর এবারের পর্যটন শহর দীঘায় পূজোয় রেকর্ড ভিড় করবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। তাই আগে থেকে সব রকমের প্রস্তুতি সেরে ফেলতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =