নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১৩,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর মনোহরপুর গ্রামের ঘটনা।
বছর ছয়ের সায়মা খাতুন প্রথম শ্রেণীর ছাত্রী। গতকাল শনিবার পিসির বাড়ি যাওয়ার নাম করে ডেকে নিয়ে যায় পিসির ছেলে বছর ১৪,এর অষ্টম শ্রেণীর ছাত্র আরিফ গাজী।
তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায় না ওই ছাত্রীর বাবা-মা সহ পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলে সন্দেহ হয়ে গেলেও পাওয়া যায় না। তখন সন্দেহ হয় সম্পর্কে দাদা আরিফের উপর। হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আরিফকে আটক করে জিজ্ঞাসা বাদ করলে পুলিশের জেরায় সেই স্বীকার করে
বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে ওই ছাত্রীকে খুন করে বাড়ির পিছনে পুকুরে পুঁতে দেয় বলে অভিযোগ থানার পুলিশ গিয়ে পুকুর থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রথমে টাকি গ্রামীন হাসপাতাল তারপর বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে।
ইতিমধ্যে আরিফকে সঙ্গে নিয়ে ওই এলাকায় কিভাবে খুন করেছে আরিফ তার একটা পুনরনির্মাণ করেন হাসনাবাদ থানা পুলিশ।
এর পিছনে কি কারণ আছে আত্মীয়ের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ঝামেলা গন্ডগোল জমি বিবাদ না অন্য কিছু ঘটনা লুকিয়ে রয়েছে খুনের মোটিভ খোঁজার চেষ্টা করছে পুলিশ ইতিমধ্যে বছর ১৪র ছাত্র আরিফ গাজিকে আটক করেছে হাসনাবাদ থানার পুলিশ।